অনেক অভিভাবকেই

  • Post category:Daily post

অনেক অভিভাবকেই চিষ্ঠিত আদরের মেয়েকে কোথায় ভর্তি করাবেন? শহরমুখী হলে রয়েছে যানজট, জীবনের ঝুঁকি, ইভটিজিং, নিয়মিত ক্লাশ না হওয়া সহ নানাবিধ সমস্যা। আমাদের “গাড়াজগার আইডিয়াল স্কুল এন্ড কলেজ” এসব সমস্যা থেকে মুক্ত। শুধু তাই নয় আমাদের রয়েছে অভিভন প্রভাষকমন্ডলী, আধুনিক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তিগত ও নৈতিক শিক্ষা, রয়েছে ছাত্রীদের ১০০% নিরাপপুরে। তাই অত্র কলোম শুধু হাত্রী ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়। চৈর্যা গেছে আমাদের চার পাশে শিক্ষা ব্যবস্থায় নৈতিক দুর্বলতা, অদক্ষ শিক্ষা ব্যবস্থাপনা, বিভিন্ন অজুহাতে অর্থ আদায় এবং শিক্ষার নামে বাণিজ্য এ সকল সমস্যা প্রতিহত করার জন্য এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে শুরু হয় পাড়াড়লার আইডিয়াল স্কুল এন্ড কলেজের পথচলা।